Posts

Showing posts from September, 2020

মিনা, রিতা ও ভূতুরে মেলা

  মিনা ও রিতা খুব ভালো বন্ধু । তারা প্রতিদিন তাদের বাগানে খেলা করতো । একদিন মিনা রিতা কে বলল এই শোন না আজকে খুব গরম পরেছে । খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে । চল না কোথাও গিয়ে আইসক্রিম খেয়ে আসি । রিতা বলল হ্যাঁ আইসক্রিম তো আমারও খেতে ইচ্ছা করছে কিন্তু কাউকে সাথে নিয়ে গেলে ভালো হতো না ? তবে তুই যখন এতো করে বলছিস তখন চল ? তারপর মিনা ও রিতা   একটা মেলার খোঁজ পেলো । তারপর তারা মেলায় গেলো । কিন্তু তারা জানতো না এই মেলা সম্পর্কে । তাই তারা কারোর কোন কথা না শুনেই মেলা তে ঢুকে পড়লো । মেলা তে বিভিন্ন রকমের মজার জিনিস । কিন্তু আশ্চর্য ব্যাপার এটাই যে মেলা থাকা সত্ত্বেও কোন মানুষ নেই । তারা ভাবল কেউ মনে হয় জানে না যে আজকে এখানে মেলা বসেছে । তাদের একা একা মজা করতে ভালো লাগছিলো না । তাই তারা দুজনে মিলে তাদের আরও বন্ধুদের ডাকতে চলে গেলো । একটু পরে তারা তাদের বন্ধুদের নিয়ে মেলায় এসে যা দেখল তাতে তারা আশ্চর্য হয়ে গেলো । গিয়ে দেখল যে ওখানে মানুষে একে বারে ভরে গেছে মেলা । তারা একটু চমকে উঠল । কিন্তু তাদের কোন সমস্যা হল না । তারা বেশ মজাই পেলো । তারা খুব মজা পাচ্ছিলো । কিন্তু তার...

রহস্যময় বাড়ি

  একটি পরিবারে ক্লারা তার বাবা - মার সাথে থাকতো । একদিন ক্লারা তার বাবার কাছে আবদার কর লো   যে আমি অন্য বাড়ি তে থাকব । এই বাড়িতে থাকতে থাকতে আমি Boring fill করছি । বাবা তার মের কথা ফেলতে না পেরে চলল অন্য বাড়ি । যখন তারা পউছাল তখন ক্লারার মা বাড়িটি দেখে অনেক ভয় ভয় করছিল । তারা ভিতরে গিয়ে  দেখে ক্লারার খুন হওয়া মামা ওখানে জানালার ধারে নিজে নিজে কথা বলছে । তারা খুব ভয় পায় । কিন্তু ক্লারা তখন ছোট ছিল । তাই সে ভয় না পেয়ে মামাকে দেখে খুব খুশি হয় । মামা ওদের দেখে কোন কথা না বলে ওদের খেতে দিয়ে দেয় । খেয়ে ওদের ভীষণ ঘুম পায় । মাঝ রাতে ক্লারার মার ঘুম ভেঙ্গে যায় । সে দেখে তাদের চারপাশে কোন কোন ছায়া ঘুরছে । সে ভাই ভাই বলতে বলতে নিচে গেলো । নিচ থেকে এসে দেখে ওখানে কেউ নেই । সে পিছনে ঘুরে দেখে একটা ভয়ের মুখ । সে চিৎকার করে । আর কিছু না সে মারা যায় । তার পর থেকে অই বাড়ির আশেপাশে কেউ যায় না । কেউ গেলে আর আশে না ।