রহস্যময় বাড়ি

 একটি পরিবারে ক্লারা তার বাবা-মার সাথে থাকতো একদিন ক্লারা তার বাবার কাছে আবদার কর লো  যে আমি অন্য বাড়ি তে থাকব এই বাড়িতে থাকতে থাকতে আমি Boring fill করছি বাবা তার মের কথা ফেলতে না পেরে চলল অন্য বাড়ি যখন তারা পউছাল তখন ক্লারার মা বাড়িটি দেখে অনেক ভয় ভয় করছিল তারা ভিতরে গিয়ে  দেখে ক্লারার খুন হওয়া মামা ওখানে জানালার ধারে নিজে নিজে কথা বলছে তারা খুব ভয় পায় কিন্তু ক্লারা তখন ছোট ছিলতাই সে ভয় না পেয়ে মামাকে দেখে খুব খুশি হয়মামা ওদের দেখে কোন কথা না বলে ওদের খেতে দিয়ে দেয়খেয়ে ওদের ভীষণ ঘুম পায় মাঝ রাতে ক্লারার মার ঘুম ভেঙ্গে যায়সে দেখে তাদের চারপাশে কোন কোন ছায়া ঘুরছেসে ভাই ভাই বলতে বলতে নিচে গেলোনিচ থেকে এসে দেখে ওখানে কেউ নেইসে পিছনে ঘুরে দেখে একটা ভয়ের মুখ সে চিৎকার করে আর কিছু না সে মারা যায়তার পর থেকে অই বাড়ির আশেপাশে কেউ যায় না কেউ গেলে আর আশে না

Comments

Popular posts from this blog

2023 Winter Vacation

আসবাবপত্র কেনার গাইড লাইন