রহস্যময় বাড়ি
একটি পরিবারে ক্লারা তার বাবা-মার সাথে থাকতো। একদিন ক্লারা তার বাবার কাছে আবদার কর লো যে আমি অন্য বাড়ি তে থাকব। এই বাড়িতে থাকতে থাকতে আমি Boring fill করছি। বাবা তার মের কথা ফেলতে না পেরে চলল অন্য বাড়ি। যখন তারা পউছাল তখন ক্লারার মা বাড়িটি দেখে অনেক ভয় ভয় করছিল। তারা ভিতরে গিয়ে দেখে ক্লারার খুন হওয়া মামা ওখানে জানালার ধারে নিজে নিজে কথা বলছে। তারা খুব ভয় পায়। কিন্তু ক্লারা তখন ছোট ছিল।তাই সে ভয় না পেয়ে মামাকে দেখে খুব খুশি হয়।মামা ওদের দেখে কোন কথা না বলে ওদের খেতে দিয়ে দেয়। খেয়ে ওদের ভীষণ ঘুম পায় । মাঝ রাতে ক্লারার মার ঘুম ভেঙ্গে যায়। সে দেখে তাদের চারপাশে কোন কোন ছায়া ঘুরছে। সে ভাই ভাই বলতে বলতে নিচে গেলো। নিচ থেকে এসে দেখে ওখানে কেউ নেই। সে পিছনে ঘুরে দেখে একটা ভয়ের মুখ । সে চিৎকার করে । আর কিছু না সে মারা যায়। তার পর থেকে অই বাড়ির আশেপাশে কেউ যায় না । কেউ গেলে আর আশে না।
Comments
Post a Comment