মিনা, রিতা ও ভূতুরে মেলা

 মিনা ও রিতা খুব ভালো বন্ধু তারা প্রতিদিন তাদের বাগানে খেলা করতো একদিন মিনা রিতা কে বলল এই শোন না আজকে খুব গরম পরেছে খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে চল না কোথাও গিয়ে আইসক্রিম খেয়ে আসি রিতা বলল হ্যাঁ আইসক্রিম তো আমারও খেতে ইচ্ছা করছে কিন্তু কাউকে সাথে নিয়ে গেলে ভালো হতো না? তবে তুই যখন এতো করে বলছিস তখন চল? তারপর মিনা ও রিতা  একটা মেলার খোঁজ পেলো তারপর তারা মেলায় গেলো কিন্তু তারা জানতো না এই মেলা সম্পর্কে তাই তারা কারোর কোন কথা না শুনেই মেলা তে ঢুকে পড়লো মেলা তে বিভিন্ন রকমের মজার জিনিস কিন্তু আশ্চর্য ব্যাপার এটাই যে মেলা থাকা সত্ত্বেও কোন মানুষ নেই তারা ভাবল কেউ মনে হয় জানে না যে আজকে এখানে মেলা বসেছে তাদের একা একা মজা করতে ভালো লাগছিলো না তাই তারা দুজনে মিলে তাদের আরও বন্ধুদের ডাকতে চলে গেলো একটু পরে তারা তাদের বন্ধুদের নিয়ে মেলায় এসে যা দেখল তাতে তারা আশ্চর্য হয়ে গেলো গিয়ে দেখল যে ওখানে মানুষে একে বারে ভরে গেছে মেলা তারা একটু চমকে উঠল কিন্তু তাদের কোন সমস্যা হল না তারা বেশ মজাই পেলো তারা খুব মজা পাচ্ছিলো কিন্তু তারা সবগুল লোক কে ভালো করে দেখল এবং দেখল যে সবগুল লোকের মুখে কাপড় বাঁধা ছিল তাই মিনার একটু ভয় ভয় করছিলো তাই সে রিতা কে বলল দেখ ঐ লোকগুলো কেমন মুখের মধ্যে কাপড় বেঁধে রেখেছে রিতা বলল তুই শুধু শুধু ভয় পাচ্ছিস আমি তো আছি তোর সঙ্গে আর তা ছাড়া আমাদের আরও বন্ধুরা আছে সঙ্গে আমাদের তুই একদম ভয় পাবি না ওহ না আমি মায়ের কাছ থেকে টাকা আনতেই ভুলে গেছি তুই এখানে দারা আমি এখনই টাকা নিয়ে আসছি মিনা ভয়ে ভয়ে বলল না দারা আমিও তোর সাথে যাব এখানকার লোকেরা কেমন অতভুত ধরনের তাই তোর সাথেই যাব তখন রিতা মিনা কে সান্ত্বনা দিয়ে বলল আমি এখনই আসছি এই বলে রিতা মিনার কোন কথা না শুনে চলে গেলো মিনা অন্য বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছিল কিন্তু তার মনে একটাই ভয় ছিল চারপাশের লোকগুলোর উপর সে খালি চারপাশের লোকগুলো কে দেখছিল তখন তার এক বন্ধু বলে চল আমরা সবাই মিলে আইসক্রিম খাই ততক্ষনে রিতা টাকা নিয়ে চলে আসবে তারা আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম এর দোকানে গেলো তারা খালি দোকানদার কে বলতে লাগল কাকু আমাকে আগে দিবেন না আমাকে আগে দিন তারপর আইসক্রিম ওয়ালা সবাইকে এক এক করে দিল কিন্তু খাওয়া শেষ হতে না হতেই তাদের মাথা ঘুরতে লাগল তারা অজ্ঞান হয়ে গেলো একটু পর তারা চোখ খুলল এবং দেখল এই আইসক্রিম ওয়ালা আশলে একটা ভুত তখন মিনা চিৎকার করে বলল আমি ঠিক বলে ছিলাম এরা একটা ভুত আমার কথা তোরা কেউ শুনলি না সবাই বাঁচাও বাঁচাও কেউ আমাদের বাঁচাও বলে চিল্লাতে থাকল কিন্তু কেউ তাদের বাঁচাতে আসল না কারণ বাকিরাও যে ভুত তারা সবাই ভাই ভাই ছিল তাদের সবার একসাথে আত্মহত্যা হয়েছে সবগুলো ভুত মিলে জোরে জোরে হাসতে থাকল তারপর ভুতগুলো তাদের তুলে মেলা থেকে বের হয়ে জঙ্গলের দিকে যেতে লাগল ওরা জোরে জোরে চিল্লাতে থাকল কিন্তু কোন মানুষ তাদের কথা শুনতে পারছিল না কারণ ওরা অদৃশ্য হয়ে গেছে একটু পর ভুত তাদের জঙ্গলের গভিরের একটা গুহায় বন্দি করে রাখল তারপর রিতা এসে ওদের খুঁজতে লাগল মেলা শেষে যখন রিতা তাদের খুঁজে পেল না তখন সে তার বাবা, মিনার বাবা ও রিতার আরও বন্ধুদের বাবাদের ডাকল এবং সমস্ত কথা খুলে বলল এই কথা গুলো শুনে রিতার বাবা ও মিনার বাবা রিতা কে বাড়িতে থাকতে বলে চলে গেলো তারা সবাই গিয়ে খুঁজল হঠাৎ পিছন থেকে সেই ভুতুরে আইসক্রিম ওয়ালা ডাকল তাকে দেখে সবাই ভয় পেয়ে গেলো তাদের দেখে ভুতুরে আইসক্রিম ওয়ালা বলল হা হা হা কি তোদের বাচ্চাদের খুঁজছিস? সবাই ভুতের কথা শুনে বলল তুমিই তাহলে আমাদের মেয়েদের লুকিয়ে রেখেছ কিন্তু কেন? ভুত বলল অনেক বছর আগে এখানে আমার ও আমার ভাইদের মেলা বসেছিল তোদের বাচ্চাদের মতোই আমাদেরও বাচ্চা ছিল। আমাদের বাচ্চারা স্কুলে পড়তো। স্কুলে তোদের বাচ্চাদের মতোই কতোগুলো বাচ্চা আমাদের বাচ্চাদের হিংসে করত তাই তারা আমাদের বাচ্চাদের প্ল্যান করে মেরে ফেলেছে। তাই সেদিন আমারা সব ভাই রা মিলে আত্মহত্যা করেছিলাম আর প্রতিজ্ঞা করে ছিলাম যে আর কোন বাচ্চাদের বেঁচে থাকতে দেব না আমরা। সেই দিন থেকে আমরা প্রতি বছর এই মেলা বসাই যাতে আমাদের প্রতিশোধ পূরণ হয়। এই কথা বলে ভুত ওখান থেকে চলে আসছিল। তখন সবাই ভুতগুলোর পিছু নিলো। তাদের সাথে মশাল নিয়ে এলো যাতে ভুতগুলোকে মেরে ফেলা যায়। তারা গেলো এবং দেখল ওখানে কেউ নেই। গুহার দরজা খুলা মাত্রই সব বাচ্চারা বেরিয়ে এলো। তারা খাতা কলম দিয়ে লিখে তাদের বাবাদের জানালো যে আমরা এখানেই আছি। তোমরা মশাল গুলো ভুতগুলোর উপর ছুড়ে মারোকথার সাথে সাথে বাবারা তাই করল। ভুতেরা বলল আআআআ এই প্রতিশোধ আমরা পূরণ করবোই। তোদের আমরা ছাড়বো না। তারপর তারা বাচ্চাদের নিয়ে বাড়ি চলে গেলো। আর কখনও তারা বাবা-মাকে না বলে কথাও যায় না। আর যদি যায় তাহলে বাবা-মার সাথে যায়।

Comments

Popular posts from this blog

2023 Winter Vacation

আসবাবপত্র কেনার গাইড লাইন

রহস্যময় বাড়ি